শীতে কাঁপছে দেশ, তাপমাত্রা নামলো ৯.৩ ডিগ্রিতে

শীতে কাঁপছে পুরো দেশ। বেশিরভাগ জেলায় প্রায় সারাদিনই সূর্যের দেখা মেলে না। পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। কিশোরগঞ্জ, পাবনা, দিনাজপুর, মেহেরপুর এবং চুয়াডাঙ্গার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ঠাণ্ডায় দুর্ভোগে ছিন্নমূল মানুষেরা।

আবহাওয়া অফিস বলছে, রাতের তাপমাত্রা আরো কমতে পারে।

দেশের বেশিরভাগ এলাকার ঘনকুয়াশার সাথে বইছে হিমেল বাতাস। বেড়েছে শীতের অনুভূতি। শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না অনেকে।

 

হাঁড় কাঁপানো শৈত্য প্রবাহ অব্যাহত রয়েছে রংপুর অঞ্চলে। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে পুরো অঞ্চল। নিউমোনিয়া, কোল্ড ডায়রিয়া, সর্দিজ্বর, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগবালাই ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় গাইবান্ধার মানুষের দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ ঘর থেকে বের হতে পারছেনা । অতিরিক্ত শীতের কারণে গাছ নষ্ট হয়ে ক্ষতির মুখে পড়েছে লাউ চাষিরা।

আরও পড়ুন:  কাকরাইল মসজিদ এলাকায় নিরাপত্তা জোরদার

গেলো কয়েকদিন ধরে সূর্যের দেখা পায়নি দিনাজপুরের মানুষ। ঘন কুয়াশার আর হিমেল বাতাস শীতকে আরও তীব্র করে তুলেছে। শীতের দাপটে কাহিল হয়ে পড়েছে সিরাজগঞ্জের মানুষ। শীতে কষ্টে আছে খেটে খাওয়া মানুষ। স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে।  রাজশাহীতে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীদের ভিড়।

নাটোরে শীতের প্রকোপ দুর্ভোগে পড়েছেন দরিদ্র, ছিন্নমূলসহ স্বল্প আয়ের মানুষ। শীতজনিত রোগে আক্রান্তদের ভিড় বাড়ছে  হাসপাতালগুলোতে। বরিশালেও বেড়েছে শীতের তীব্রতা। কষ্টে আছেন শ্রমজীবী মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *