সন্দ্বীপে নৌকার প্রার্থী মাহফুজুর রহমান মিতার হ্যাট্রিক জয়

অত্যন্ত উৎসব মুখর পরিবেশে সারাদেশের ন্যায় উৎসব মুখর পরিবেশে চট্টগ্রাম ৩ আসন সন্দ্বীপে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে সন্দ্বীপেও সুষ্ঠু ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে যা ছিল পূর্বের তুলনায় নজিরবিহীন। ব্যাপক ব্যবধানে চট্টগ্রাম ৩ আসন সন্দ্বীপের সাংসদ নির্বাচিত হলেন মাহফুজুর রহমান মিতা। আজ রবিবার সকাল আটটায় নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছিল এবং বিকাল চারটায় সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন হয়।

 

ইতিমধ্যেই ভোট গণনার কাজ শেষ হয়েছে। নির্বাচনী ফলাফলে জানা যায় নৌকা প্রতীকে মাহফুজুর রহমান মিতা পেয়েছেন- ৫৫৬৫৯ ভোট এবং ঈগল প্রতীকে ডা. জামাল উদ্দিন চৌধুরী পেয়েছেন- ২৮৬৫৬ ভোট। এতে বেসরকারিভাবে সন্দ্বীপ থেকে তৃতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন মাহফুজুর রহমান মিতা।

আরও পড়ুন:  দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কাল, ভাষণ দেবেন রাষ্ট্রপতি

 

উল্লেখ্য, সন্দ্বীপে ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। এখানে মোট ভোটার ২৪১৯১৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। পুরুষ ভোটার ছিলেন ১২৩৯৬৯ এবং নারী ভোটার ছিলেন ১১৭৯৪৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *