মুন্সিগঞ্জে নৌকার সমর্থককে হত্যা, যশোরে আনসার সদস্য আহত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভায় নৌকার সমর্থককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। যশোর-৩ আসনে একটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন আনসার সদস্য।

রোববার (৭ জানুয়ারি) সকালে মিরকাদিম উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রের পাশে টেঙ্গর শাহী মসজিদের সামনে এ ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. আকরাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের স্ত্রী জানান, জিল্লু নৌকার হয়ে কাজ করছিলেন। এতে তিনি প্রতিপক্ষের চক্ষুশূল হয়ে ওঠে। তিনি বেশ কয়েকজন অভিযুক্তের নাম উল্লেখ করেছেন।

এছাড়া যশোরের মনিরামপুরের হেলাঞ্চীতে স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলীর সমর্থককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।

আরও পড়ুন:  ‘পরমাণু বিদ্যুৎকেন্দ্র ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তোলার আরেকটি পদক্ষেপ’

নরসিংদী-৪ আসনে ভোটে অনিয়মের অভিযোগে বেলাবর সল্লাবাদ ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র বাতিল করেন রিটানিং কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *