দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভায় নৌকার সমর্থককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। যশোর-৩ আসনে একটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন আনসার সদস্য।
রোববার (৭ জানুয়ারি) সকালে মিরকাদিম উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রের পাশে টেঙ্গর শাহী মসজিদের সামনে এ ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. আকরাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া যশোরের মনিরামপুরের হেলাঞ্চীতে স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলীর সমর্থককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।
নরসিংদী-৪ আসনে ভোটে অনিয়মের অভিযোগে বেলাবর সল্লাবাদ ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র বাতিল করেন রিটানিং কর্মকর্তা।