ভোট দিতে যাওয়ার আগে মা-বাবার কবর জিয়ারত করলেন শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী একেএম শামীম ওসমান ভোট দিতে যাওয়ার আগে কবরস্থানে পরিবারের প্রয়াত সদস্যদের কবর জিয়ারত করছেন।

রোববার (৭ জানুয়ারি) তিনি শহরের মাসদাইর কবরস্থানে পরিবারের প্রয়াত সদস্য, শামীম ওসমানের বাবা মা ও ভাইয়ের কবরের পাশে বসে জিয়ারত করেন।

এ সময় বসে কোরআন তেলাওয়াত করতে দেখা যায় তাকে।

 

এর আগে সকালে তিনি জানান, পরিবারের প্রয়াত সদস্যদের কবর জিয়ারত করে আমি ভোট দিতে যাব। আমার আসনে উৎসবমুখর পরিবেশে ভোট উৎসব হচ্ছে বলে সব জায়গা থেকে খবর পাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *