ভোলা-৪ (চরফ্যাশন) আসনে সকাল থেকে অনেক বয়স্ক ভোটারকে ভোট দিতে দেখা গেছে। তাদের মধ্যে ১১০ বছর বয়সী বৃদ্ধ রুহুল আমিন দেওয়ান তার নাতি তরিকুল ইসলাম দেওয়ানের হাত ধরে ভোট দিতে কেন্দ্রে এসেছেন।
রবিবার (৭ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা সদর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের কেন্দ্রে ভোট দিতে আসেন তিনি। বৃদ্ধ রুহুল আমিন দেওয়ান ওই ওয়ার্ডের বাসিন্দা মৃত রহমত আলীর ছেলে।
রুহুল আমিনের নাতি তরিকুল ইসলাম দেওয়ান বলেন, ‘সকালে উঠে আমাদের আগে প্রস্তুত হয়ে বসে ছিলেন আমার নানা। পরে আমি আমার নানাকে হাত ধরে ভোট দিতে নিয়ে আসি। ভোট দিতে পেরে তিনি খুব আনন্দিত।
বৃদ্ধ রুহুল আমিন বলেন, ‘রাতেই নাতি তরিকুল ইসলামকে বলে রেখেছি ভোট দিতে যাব। তাই সকালে ভোট দিতে আসি। সুন্দর পরিবেশে ভোট দিতে পেরে ভালো লাগছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্বীতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপ, তৃণমূল বিএনপির মো. হানিফ, জাতীয় পার্টির মিজানুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির মো. আলাউদ্দিন, স্বতন্ত্র প্রার্থী আবুল ফয়েজ।