ভোট দিন মাঠে থাকবে পুলিশ, র্যাব, বিজিবি ও সশস্ত্রবাহিনীর সদস্যসহ প্রায় ১০ লাখ সদস্য। এরই মধ্যে কেন্দ্রগুলোতে মোতায়েন করা হয়েছে বাহিনীর সদস্যদের। নাশকতাসহ যে কোন পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরণের প্রস্তুতির কথা জানিয়েছে পুলিশ ও বিজিবি।
৭ জানুয়ারির ভোটকে সামনে রেখে মাঠে নেমেছে সশস্ত্রবাহিনী, র্যাব ও বিজিবির বিপুল সংখ্যক সদস্য। ১০ জানুয়ারি পর্যন্ত মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে সব নির্বাচনি এলাকায় দায়িত্ব পালন করবে তারা। প্রায় ২ লাখ পুলিশ সরাসরি মাঠে কাজ করবে। সাথে থাকবে আনসার-ভিডিপির ৬ লাখ সদস্য। বুধবার থেকে মাঠে রয়েছে সশস্ত্র বাহিনী।
সব বাহিনীর মধ্যে সমন্বয় হয়েছে জানিয়ে আইজিপি বলেন, ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেজন্য সব ব্যবস্থা করা হয়েছে।
নির্বাচন উপলক্ষে যে কোন পরিস্থিতি মোকাবেলায় অন্যান্য আইন শৃংখলারক্ষা বাহিনীর সাথে বিজিবিও সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন মহাপরিচালক।
প্রয়োজনে হেলিকপ্টার ব্যবহার করা হবে। ডগ স্কোয়াডও নামানো হতে পারে।