বেনাপোল এক্সপ্রেসে আগুনে দগ্ধ ৮ জনের অবস্থা আশঙ্কাজনক

রাজধানীর গোপীবাগে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনে দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দুই শিশুসহ ৮ জন চিকিৎসাধীন আছেন। শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাদের সবারই অবস্থা শঙ্কাজনক। তারা মানসিক ট্রমায় আছেন।

শনিবার (৬ জানুয়ারি) সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শেখ হাসিনা বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

তিনি বলেন, বেনাপোল এক্সপ্রেসে আগুনে দগ্ধ ৮ জনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের সবারই শ্বাসনালী পুড়ে গেছে। একজনের শরীরের ৯ শতাংশ পুড়ে গেছে। সবাই মানসিক ট্রমার মধ্যে রয়েছেন।

ডা. সামন্ত লাল সেন বলেন, দগ্ধ আসিফ মোহাম্মদ খানের শরীরে ৮ শতাংশ পুড়ে গেছে। নাফিজ আলমের ৫ শতাংশ। তাদের সবাইকে পর্যবেক্ষণে রেখেছি। সবার অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন:  বিমানের টিকিটের উচ্চ ভাড়া রোধে কমিটি গঠন : সচিব রুহুল আমিন

তিনি বলেন, রোগীরা ভীষণ আতঙ্কিত। এ আতঙ্ক যে কবে কাটবে এটা বলা যায় না। এটার দীর্ঘ মেয়াদী চিকিৎসা দরকার।

এর আগে, শুক্রবার রাত ৯টা ৪৫ মিনিটে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৮টি ইউনিটের চেষ্টায় রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

দুর্বৃত্তদের দেওয়া এ আগুনে চারজন নিহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *