দেলোয়ার হোসেন সন্দ্বিপি
বর্গি আসে সু বাতাসে
সোনার ফসল খায়,
রবি শষ্য উপড়ে ধুপড়ে
সবই নিয়ে যায়।
চড়ের মানুষ হয়যে বেঁহুস
গোলা খালি ধান
কি যাতনায় বাঁচায় রাখে
লুকায় পরান।
উড়ে আসা পতঙ্গ সব
কলরবে সরব
নদী ভাঙ্গা পলির মত
চাষিরা নীরব।
চর আসে চর যায়
তবু আশার আলো নিভে যায়
উড়ে যায় ধূলো মাটি
বর্গির থাবায়।
সব খেয়ে যায়, সব নিয়ে যায়
থাবা মাটি ছুয়ে
ভদ্রতা আর নিদ্রালুতায়
থাকে মানুষ নুয়ে।
পরিচয়-লেখক ও রাজনৈতিক।