বিএনপির ‘দেশ অচলের’ কর্মসূচি আমলে নিচ্ছেন না ডিবি প্রধান

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, ‘বিএনপি ১ থেকে ৭ জানুয়ারির মধ্যে দেশ অচল করার কর্মসূচির ব্যাপারে আমরা অতীতেও আমলে নিইনি, ভবিষ্যতেও এ ধরনের ঘোষণা আমলে নেব না। যারাই নাশকতা, দুর্বৃত্তায়নের চেষ্টা করবে তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে।’আজ বৃহস্পতিবার দুপুরে মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন হারুন অর রশীদ।

সরকারবিরোধী বর্তমান আন্দোলন সংগ্রামের মধ্যে রেলে নাশকতা হয়েছে।

বাস পোড়ানো হচ্ছে। তবে রেল ও মেট্রো রেলে নিরাপত্তার ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক সক্রিয়। সামনের দিনগুলোতে আরো বড় আন্দোলনের হুমকি আসছে। এসব ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা করছেন কি না? জানতে চাইলে মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘এক সময় বাসে, বিভিন্ন স্থাপনায় হামলা ও পুলিশের ওপর হামলা করেছে।

আমরা সব সময় মানুষের জানমালের নিরাপত্তায় প্রয়োজনীয় সব কিছু করে থাকি।’

আরও পড়ুন:  ডিবি থেকে হারুন অর রশীদকে বদলি

হামলাকারীদের অনেককেই গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে হারুন বলেন, ‘আমাদের ডিবি ও থানা-পুলিশ ঢাকার সরকারি, বেসরকারি ও কেপিআইভুক্ত রেল ও মেট্রো রেলসহ সব স্থাপনায় নিরাপত্তা দিচ্ছে, খেয়াল রাখছে। যাতে করে দুর্বৃত্তরা দুর্বৃত্তায়ন, নাশকতা চালাতে না পারে।’

নির্বাচন ঘিরে মানুষের মধ্যে যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা হচ্ছে সেটি যাতে না হয় সেজন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে জানিয়ে ডিবিপ্রধান বলেন, ‘আমাদের সব পুলিশ সদস্য যার যা দায়িত্ব, তা পালন করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *