শাবনূর দেশে ফিরেছেন ১৭ ডিসেম্বর। অন্যদিকে নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী। যিনি এখনো স্টেজ ও নতুন গানে সরব। ১৭ই ডিসেম্বর ছিল এ গায়কেরও জন্মদিন।
ব্যক্তিগত জীবনে রবি চৌধুরী ও শাবনূরের ৩০ বছরের বন্ধুত্ব। এবার দুজনেই রবি চৌধুরীর বাসায় জন্মদিনটি উদ্যাপন করেন। যার আয়োজন করেন মূলত চিত্রনায়ক অমিত হাসান।
রবি চৌধুরী বলেন, শাবনূরের সঙ্গে ৩০ বছরের সম্পর্ক। সে কতোটা গুণী ও জনপ্রিয় নায়িকা সেটা সবারই জানা। এবার হঠাৎ করেই আমার ও শাবনূরের জন্মদিনটি আমার বাসায় গানে গানে উদ্যাপন হয়েছে। বন্ধু অমিত হাসান হঠাৎ করেই এমন প্রস্তাব দেয়। আমিও রাজি হয়ে যাই।
তিনি বলেন, আমরা ফটোসেশন করি অনেক। শাবনূর হঠাৎ বললো চলো আমরা দু’জন একটু নায়ক-নায়িকার মতো পোজ দেই। সেভাবেই আমরা ছবি তুলি। খুব সুন্দর একটি সময় কেটেছে আমাদের। সামনে হয়তো সবাইকে নিয়ে এমন একটি আয়োজন করবো।
এদিকে দেশে ফিরে দীর্ঘ বিরতির পর নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন শাবনূর। ছবির নাম ‘মাতাল হাওয়া’। পরিচালনা করবেন চয়নিকা চৌধুরী। আর এতে তার বিপরীতে অভিনয় করবেন মাহফুজ আহমেদ।