৩০০ কোটির দ্বারপ্রান্তে ‘অ্যানিমেল’

রণবীর কাপুরের সর্বশেষ চলচ্চিত্র ‘অ্যানিমেল’ বক্স অফিসে অপ্রতিরোধ্য। স্যাকনিল্ক-এর প্রাথমিক অনুমান অনুসারে, সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত মুক্তির পঞ্চম দিনে মঙ্গলবার ভারতে ৩৮.২৫ কোটি আয় করেছে। যার ফলে সিনেমাটির মোট আয় ২৮২.৯৬ কোটি। ৩০০ কোটির ক্লাবের দ্বারপ্রান্তে রণবীরের অ্যাকশন ধামাকা চলচ্চিত্রটি।

বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্ক-এর প্রতিবেদন অনুসারে, মঙ্গলবার অ্যানিমেল তার হিন্দি সংস্করণে ৪২.৫১ শতাংশ দর্শক আসন দখলে রাখার রেকর্ড করেছে। ধারণা করা হচ্ছে, ষষ্ঠ দিনেই ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করবে এটি। বর্তমানে রণবীর কাপুরের ভারতে সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র ‘সঞ্জু’, যার মোট আয় ছিল ৩৪২.৫৩ কোটি। শিগগিরই নিজের আগের রেকর্ড ভাঙতে যাচ্ছেন রণবীর।

বিশ্বব্যাপী ৪৮১ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। যদিও অতিরিক্ত ভায়োলেন্স ও যৌনতার দৃশ্যের জন্য ভারতে ইতিমধ্যে সিনেমাটির দর্শকদের ওপর বিরূপ প্রভাব পড়েছে। তৃতীয় দিন পেরিয়ে চতুর্থ দিন থেকেই আয় কমে এসেছে অ্যানিমেলের। সামাজিক মাধ্যমেও বেশ চর্চা চলছে অ্যানিমেলকে ঘিরে।

আরও পড়ুন:  সোনার দাম আবার বাড়ল, ভরি ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা

যদিও অ্যানিমেল আরেকটি বড় সিনেমার সঙ্গে বক্স অফিসে মুখোমুখি হয়েছে, তবে বক্স অফিস পুরোটাই নিজের নিয়ন্ত্রণে রেখেছেন রণবীর। ভিকি কৌশল অভিনীত মেঘনা গুলজারের পিরিয়ড ড্রামা ‘শ্যাম বাহাদুর’-এর সঙ্গে মুক্তি পেয়েছে অ্যানিমেল। নিখুঁত অভিনয়শৈলী ও চমৎকার চিত্রনাট্যের জন্য প্রশংসিত হচ্ছে ভিকি কৌশলের শ্যাম বাহাদুর। যদিও বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি চলচ্চিত্রটি। পাঁচ দিনে ভারতে মাত্র ৩২.৫৫ কোটি আয় করতে পেরেছে শ্যাম বাহাদুর।

‘অ্যানিমেল’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। তাঁর বাবার ভূমিকায় রয়েছেন অনিল কাপুর। স্ত্রীর ভূমিকায় রাশ্মিকা মান্দানা। খলনায়ক হিসেবে অভিনয় করেছেন ববি দেওল। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শক্তি কাপুর ও তৃপ্তি দিমরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *