আয়শা সাথী
প্রতারণার ঘাতে প্রত্যাশার অপমৃত্যু;
ব্যবচ্ছেদে উদ্ভব প্রাণময় জড়!
প্রবল বেদনায় অস্পৃশ্য কান্না
তো ভীষণ হর্ষে বিমর্ষ অনুভূতি।
দুঃখ-ব্যথার অনর্গল প্রহরে
নবপ্রাপ্তির উল্লাস কি ফেরারি বেদনার ক্ষত
কাদামাটির মূর্তিটি অনুভূতিহীন কষ্টিপাথর;
ঘাত-প্রতিঘাতে আবেগীয় নিউরনের
অনু-পরমাণু এতই ক্ষুদ্রকৃতি যে
নিজস্ব স্বকীয়তার বিলুপ্তি ঘটিয়েছে
অবিচ্ছেদ্য ইলেকট্রন-প্রোটনও।
সর্বাশ্চর্যের বিষয়-
আপন অস্তিত্বের অধিকারী
তবু নিজেই নিজের উপর অধিকারহীন!
চলছে জীবন…
বয়ে যায় সময়, সময়ের স্রোতে!
তারপর?
তারপর থেকেই অনন্যরূপি এক দুর্গম গিরি;
ইচ্ছেপ্রিয় ভাঙা-গড়ার অভিলাষী বিলাসে
ইচ্ছেমতো তারে রূপান্তর দুষ্কর।
প্রচণ্ড দুঃখ, গভীর আনন্দ কিংবা
নিখুঁত প্রতারণা…
সর্বত্র অটল স্ব-অবস্থান ।
এভাবেই কারো কারো জীবন বয়ে যায়;
ঢেউয়ের মতো
কিংবা
ঢেউহীন নদীর মতো,
যে নদীতে জোয়ার যেমন প্লাবন ডাকে না,
আবার ভাটির টানেও যেথা চর জাগে না!
লেখক পরিচিতি-কবি ও শিক্ষক।।