‘স্মার্ট বাংলাদেশ’ নিয়ে ডিজিটাল বাংলাদেশের স্থপতি সজীব ওয়াজেদের কাছ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) সিগনেচার অনুষ্ঠান ‘লেটস টক’।
শুক্রবার (১ নভেম্বর) রাত ১০টায় কয়েকটি টেলিভিশন চ্যানেলের পর্দায় শুরু হয় ‘লেটস টক’র ৫১তম আয়োজন।
কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যালেঞ্জ মোকাবেলা উপায় যেমন জানতে চেয়েছেন তরুণরা, তেমনই আওয়ামী লীগ দেশকে কীভাবে পরিচালিত করবে- সেই প্রশ্নও রাখা হয় সিআরআই চেয়ারপারসন জয়ের কাছে।
বিভিন্ন খাতের অগ্রগামী দুই শতাধিক তরুণ এ অনুষ্ঠানে অংশ নিয়ে ভবিষ্যতের চ্যালেঞ্জ, চাকরির বাজারের হালহকিকত, মৌলবাদীদের হুমকি- এমন নানা প্রসঙ্গে জানতে চান বঙ্গবন্ধুর দৌহিত্রের মুখে।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে জীবন দিতে হয় তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবকে। সেই হত্যাযজ্ঞ থেকে বেঁচে যাওয়া জয়ের কাছে প্রশ্ন রাখা হয়, তার মা শেখ হাসিনা, বোন সায়মা ওয়াজেদ, খালা শেখ রেহেনা ও তার সন্তানরা তখন বিদেশে কোন বাস্তবতার মুখোমুখি হয়েছিলেন।
হার্ভার্ডের স্নাতক সজীব ওয়াজেদ চার যুগ আগের সেই দিনলিপির যেমন বর্ণনা দিয়েছেন, তেমনই এখনকার তরুণদের সমস্যাও পর্যালোচনা করেন।
২০১৪ সাল থেকে ইয়াংবাংলা ‘লেটস টক’ শিরোনামে এ আয়োজন করে আসছে। একাদশ সংসদ নির্বাচনের আগে ২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও আয়োজন করা হয় এ অনুষ্ঠান, যেখানে তরুণদের ভাবনার কথা শোনেন সরকারপ্রধান। সেই সঙ্গে তরুণদের নিয়ে নিজের ভাবনার কথাও জানান এ অনুষ্ঠানে।