সন্দ্বীপ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ১০ প্রার্থী

ইলিয়াস কামাল বাবু, সন্দ্বীপ প্রতিনিধি:

আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসনের জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিভিন্ন দলের ১০ প্রার্থী। আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ছিল মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ।

চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসনের জন্য যারা মনোনয়ন পত্র জমা দিয়েছেন-মাহফুজুর রহমান মিতা (আওয়ামী লীগ), ডা.জামাল উদ্দিন চৌধুরী (স্বতন্ত্র),
এম.এ ছালাম (জাতীয় পার্টি), নুরুল আকতার (জাসদ), মুকতাদের আজাদ খান (এনপিপি), নুরুল আনোয়ার (বিএসপি), মুহাম্মদ উল্যাহ খান (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট),আবদুর রহিম (ইসলামী ফ্রন্ট বাংলাদেশ), মো. নিজাম উদ্দিন নাসির (জাকের পার্টি) ও আমিন রসুল (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট) এদের মধ্যে আওয়ামী লীগ, জাসদ,ছাড়া অন্যান্য দলের তেমন কোনো কার্যক্রম নেই। তবে আওয়ামী লীগের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরও ভালো অবস্থান আছে।

আরও পড়ুন:  হত্যা মামলায় অভিনেতা-সাংবাদিক-অধ্যাপকসহ ২০১ জন আসামি

উল্লেখ্য, আগামী ১ থেকে ৪ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়ন বাছাই, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ-১৭ ডিসেম্বর এবং ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারনা শুরু হবে।

সন্দ্বীপে মোট ভোটার সংখ্যা-২,৪১,৯১৪ জন। তন্মধ্যে পুরুষ- ১,২৩,৯৬৯জন, মহিলা-১,১৭,৯৪৩ জন।আর হিজড়া- ২ জন।
ভোট কেন্দ্র মোট-৮৪ টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *