ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর -চরভদ্রাসন) আসনে তৃতীয় বারের মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি।
বুধবার (২৯ নভেম্বর) দুপুরে তিনি রিটার্নিং কর্মকর্তা ও ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান সাহাদাত হোসেন, সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাউছার প্রমুখ।
আজ বুধবার সকালে মজিবুর রহমান চৌধুরী নিক্সন মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া গ্রামে গিয়ে তাঁর বাবা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত করেন।
এরপর সদরপুর উপজেলার চন্দ্রপাড়া ও আটরশি পীরের কবর জিয়ারত করেন। তারপর তিনি নেতাকর্মীদের নিয়ে সদরপুর ও চরভদ্রাসন হয়ে ফরিদপুর শহরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন।
উল্লেখ্য, এবারই প্রথম আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন মজিবুর রহমান চৌধুরী নিক্সন। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন।
২০১৪ ও ২০১৮ সালে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন। ২০১৮ সালের নির্বাচনের পরে তিনি যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হন।