তৃতীয়বারের মতো আ. লীগের মনোনয়ন পেলেন সংগীতশিল্পী মমতাজ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের লোকগানের জনপ্রিয় শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম। মানিকগঞ্জ-২ আসনে মনোনয়ন পেয়েছেন তিনি।

আজ রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় এক সাক্ষাৎকারে মমতাজ বলেছিলেন, ‘আমি আমার দেশবাসী, আমার নির্বাচনী এলাকা মানিকগঞ্জ-২ আসনে সবাইকে আহ্বান করব আগামী ৭ জানুয়ারি নির্বাচনে অংশ নিতে।

ভোটকেন্দ্রে এসে সবাই যেন ভোট দেয়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রয়োজন। ওনার কোনো বিকল্প নেই। আমাদের ঐক্যবদ্ধ হয়ে আবারও শেখ হাসিনাকে নির্বাচিত করতে হবে।

কণ্ঠশিল্পী মমতাজ বেগম ২০০৮ সালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হন। ২০১৪ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান। ২০১৮ সালের নির্বাচনেও তিনি নির্বাচিত হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *