সারাদেশে ২৩২ প্লাটুন বিজিবি মোতায়েন

চলমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি ও অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ২৩২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ সারাদেশে ২৩২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

৬ষ্ঠ দফায় বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ চলবে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত। সোমবার বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দেন। অবরোধের সমর্থনে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে দেশের বিভিন্ন জেলায় মশাল মিছিল করেছেন বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রাজধানীসহ দেশের কয়েকটি জায়গায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন:  শুরু হচ্ছে জাতিসংঘের ৭৯তম অধিবেশন

এদিকে খুলনা, বগুড়া ও রংপুরে অবরোধের কোন প্রভাব পড়েনি। রেল ও নৌপথ স্বাভাবিক রয়েছে। স্কুল কলেজ ক্লাস-পরীক্ষা চলছে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীসহ সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *