টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল অস্ট্রেলিয়া

বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে মাঠে নেমেছে ভারত-অস্ট্রেলিয়া। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া দলপতি।

রোববার দুপুরে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস করতে নামে দুই অধিনায়ক। টস জিতে রোহিত শর্মাকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান অজি অধিনায়ক প্যাট কামিন্স।

ষষ্ঠ বিশ্বকাপ জেতার সুযোগ অস্ট্রেলিয়ার আর দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতের সামনে এক যুগের শিরোপাখরা কাটানোর মহামঞ্চ।

কার হাতে উঠছে বিশ্বকাপের সোনালী ট্রফি? ঘরের মাঠে শেষ হাসিটা কি হাসতে পারবেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা? নাকি ষষ্ঠবার ট্রফি নিয়ে দেশে ফিরবেন রিকি পন্টিং-শেন ওয়ার্নের উত্তরসূরিরা।

সব প্রশ্নের উত্তর মিলবে আজই।

এবারের পারফরম্যান্স বিবেচনায় এগিয়ে ভারত। বিশ্বকাপের এখন পর্যন্ত অপরাহিত দল টিম ইন্ডিয়া। ফাইনাল ম্যাচের একই ধারায় থাকার লক্ষ্যেই মাঠে নামছে ভারত।

আরও পড়ুন:  কুষ্ঠ রোগীদের প্রতি আন্তরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

এদিকে, এর আগের ১৪ আসরে সাতবারই ফাইনালে এসেছে অজিরা। যেখানে দুই হারের বিপরিতে পাঁচরারই শিরোপা ঘরে তুলেছে দলটি। এবার চোখ ষষ্ঠ শিরোপাতে।

ফাইনাল ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডেরই রিচার্ড ইলিংওয়ার্থ এবং রিচার্ড ক্যাটেলবোরা।

ভারতের একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়ার একাদশ
প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মারনাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটকিপার), অ্যাডাম জ্যাম্পা, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *