আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন আব্দুল কাদের মিয়া

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৩ সন্দ্বীপ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল কাদের মিয়া।

রোববার বিকেলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি।

আব্দুল কাদের মিয়া বলেন, আমি গত তিন দশক ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। আওয়ামী লীগের নেতাকর্মীদের সুখে-দুঃখে সব সময় সক্রিয় আছি। বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাদেশে যে অভূতপূর্ব উন্নয়ন করেছেন সেটি বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে তিনি সন্দ্বীপে উন্নয়নে করেছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় বিজয়ী করতে হবে। সন্দ্বীপের জন্য আমি কাজ করতে আগ্রহী তাই আওয়ামী লীগের নমিনেশন পেলে আমি সন্দ্বীপের মানুষের জন্য কাজ করবো।

আরও পড়ুন:  ট্রেন চালু করার তারিখ জানাল রেলওয়ে

তিনি আরও বলেন,সন্দ্বীপে আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীরা বর্তমানে পদ-পদবী বিহীন রয়েছে। অনেকেই মামলা-হামলা, জেল-জলুমের শিকার হয়েছেন। আমি নমিনেশন পেলে আওয়ামী লীগ তথা ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে।

উল্লেখ্য, আব্দুল কাদের মিয়া ১৯৮৮ সাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, নিউইয়র্ক সিটি আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট, বঙ্গবন্ধু ফাউন্ডেশন,যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শ্রম ও কর্মসংস্থান উপ-কমিটির সাবেক সদস্য। এছাড়া তিনি একজন ব্যবসায়ী ও সমাজ সেবক হিসেবে জনহিতকর কাজের সঙ্গে নিবিড়ভাবে জড়িত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *