গাজায় হামলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে একমত নন আরব নেতারা

গাজা উপত্যকায় অব্যাহত ইসরাইলি বোমা বর্ষণের বিরুদ্ধে আরব-ইসলামি নেতারা সোচ্চার হলেও দেশটির বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারেননি তারা।

ইসরাইল-গাজা যুদ্ধের প্রেক্ষাপটে সৌদি আরব, আরব লিগ, ইসলামি সহযোগিতা সংস্থার যৌথ উদ্যোগে রিয়াদে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

শনিবার জরুরি সম্মেলনে বসেন আরব লিগের ২২ সদস্য দেশ ও ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য ৫৭ দেশের নেতারা। সম্মেলনে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইল অপরাধ ও সন্ত্রাস চালাচ্ছে বলেও অভিযোগ করা হয়। কিন্তু সম্মেলনের ফলাফলে এই যুদ্ধ কিভাবে মোকাবেলা করতে হবে সে ব্যাপারে তাদের মধ্যে বিভক্তি দেখা দেয়।

এদিকে, এখনও গাজার আল-শিফা হাসপাতালের চারপাশ ঘিরে রেখেছে ইসরাইলের স্নাইপার সেনা এবং ট্যাঙ্ক। নিবিড় পরিচর্যা বিভাগকেও টার্গেট করে হামলা চালানো হচ্ছে।

আরও পড়ুন:  ইসরায়েলে হামলা ঠেকাতে ইরানকে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতালের মূল অক্সিজেন লাইন। গাজার হাসপাতালে সাদা ফসফরাস ব্যবহারের অভিযোগ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায়। সেদিন থেকেই গাজায় বিরামহীন হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় এখন পর্যন্ত গাজায় ১১ হাজার ৮০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের বেশির ভাগই নারী ও শিশু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *