এক ঘণ্টার মধ্যে রাজধানীতে ৪ বাসে আগুন

রাজধানীর গাবতলীর বাসস্ট্যান্ড, মতিঝিল নটরডেম কলেজের সামনে , গুলিস্থান ও যাত্রাবাড়ি এলাকায় চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের আলাদা আলাদা দুটি করে ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, যাত্রীবাসী বাসে আগুন দিলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস সূত্র বলছে, রাত ৮টা ২০ মিনিটে নটরডেম কলেজের সামনে যাত্রীবাসী বাসে আগুনে খবর পায় তারা। তার ১০ মিনিট পরে ৮টা ৩০ মিনিটে গাবতলী বাস স্ট্যান্ড এর সামনে যাত্রীবাহী আরেক বাসে আগুন দেয়। আবার রাত ৯টায় গুলিস্থান সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে আরেকটি যাত্রীবাহী বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর রাত ৯ টার পরে যাত্রাবাড়িতে আরও এক বাসে আগুন দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *