রাবিপ্রবিতে সাংবাদিক সমিতির যাত্রা শুরু

রাবিপ্রবি প্রতিনিধিঃ বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রচারের লক্ষ্য নিয়ে প্রথমবারের মতো রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) প্রতিষ্ঠিত হল ‘রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিপ্রবিসাস)’। শুরুতে ৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিততে এ তথ্য জানানো হয়।
এতে আহ্বায়ক হিসেবে রয়েছেন মোঃ আহ্সান হাবীব এবং যুগ্ম-আহ্বায়ক হিসেবে রয়েছেন আবদুল আল মামুন। কমিটিতে বাকি তিনজনকে সদস্য হিসেবে রাখা হয়েছে। তারা হলেন- ত্রয়ী দেব , মোঃ আয়নুল ইসলাম ও সঞ্চিতা চক্রবর্তী ।
এদিকে নবগঠিত এই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন মহলের ব্যক্তিবর্গ । উল্লেখ্য আহ্বায়ক কমিটি সমিতির গঠনতন্ত্র অনুসারে কাজ করে যাবে এবং আগামী ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *