শীতকাল আসায় এক ঘণ্টা পেছাল অফিস শুরুর সময়

বিদ্যুৎ সংকটের কারণে গত আগস্ট মাস থেকে সকাল ৮টায় শুরু হয়ে বেলা ৩টা, এই নিয়মে অফিস চলে আসছিল। কিন্তু শীতকাল আসায় অফিস সময় পেছানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আগামী ১৫ নভেম্বর থেকে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সকল অফিস সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত চলবে।

সোমবার (৩১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বৈঠকে অফিসের এই নতুন সময় নির্ধারণ করা হয়। বৈঠক শেষে এদিন দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এই তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পুনঃনির্ধারণ করা হয়েছে। শীত চলে আসায় আগামী ১৫ নভেম্বর থেকে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে।

আরও পড়ুন:  সেচের জন্য ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সংযোগ পাবেন কৃষকরা

এসময় সচিব আরও জানান, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূচির বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন। এছাড়া সুপ্রিম কোর্ট, বাংলাদেশ ব্যাংক বা স্কুল কলেজ স্ব স্ব মন্ত্রণালয় যেভাবে সিদ্ধান্ত নেবেন সেভাবেই চলবে।

‘বিদ্যুতের জন্য সময়সূচি এক ঘণ্টা কমিয়ে দেওয়া হয়েছিল’ মন্ত্রিপরিষদ সচিব বলেন, এখনও সেটাই আছে। তবে এখন এটা ৯-৪টা করে দেওয়া হলো। কারণ সকালবেলায় শীতকালে অসুবিধা হবে ৮টার সময় অফিসে আসতে।

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য অফিস সময়সূচি এক ঘণ্টা কমিয়ে দেওয়া হয়েছিল, এটার প্রতিফলন কী বা কোনো আউটপুট আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আছে। ডিস্টিবিউট হয়ে গেছে তো। এক ঘণ্টা আগে ছুটি হয়ে যাচ্ছে। তার ফলে ওই সময়টাতে বেশি বিদ্যুৎ বাইরে দেওয়া সম্ভব হচ্ছে।

আরও পড়ুন:  ইতালির ভিসা আবেদন করা যাবে পাসপোর্টের ফটোকপি দিয়ে

প্রসঙ্গত, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় মোকাবেলায় গত ২৪ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি ও স্বায়ত্তশাসিত সব অফিস সকাল ৮টা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলার সিদ্ধান্ত নিয়েছিল মন্ত্রিসভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *