মহিষটির নাম পাগলি। আশা বেগম নাম ধরে ডাকতেই এদিক-ওদিক তাকিয়ে তাঁর দিকে এগিয়ে যায় মহিষটি। আশার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সীমান্তবর্তী নীলবোনা গ্রামে। তাঁর স্বামী মো. সেন্টু বলছেন, তাঁর খামারে এ রকম ২১টি মহিষ ছিল। সেখান থেকে ১৬টি মহিষ ৭ সেপ্টেম্বর রাতে পদ্মা নদীর স্রোতে ভেসে যায়।
পরে মহিষগুলো উদ্ধার করে বিজিবি। এখানে-সেখানে দৌড়ঝাঁপ করে মালিকানা ‘প্রমাণ করতে না পারায়’ সেগুলো আর ফেরত পাননি সেন্টু। অন্যদিকে তদন্ত কমিটির মাধ্যমে গত বুধবার সন্ধ্যায় ১৫টি মহিষ নিলামে তোলা হয়। সেখানে সেন্টু মহিষগুলো কিনে নেন। মালিকানার প্রমাণ দিতে নিলামে কেনা মহিষগুলো গতকাল বৃহস্পতিবার দুপুরে পাশের গ্রামে এনে ছেড়ে দেন সেন্টু। মহিষগুলো চেনা পথ ধরে দৌড়ে তাঁর খামারেই গিয়ে ওঠে।
ভারতীয় সীমান্ত এলাকায় খামারিদের কয়টি গরু-মহিষ আছে, তার হিসাব রাখে বিজিবি। মহিষের বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে বিজিবিকে অবহিত করে জন্মনিবন্ধন করাতে হয়। দুটি খাতায় তা লিখে রাখা হয়। একটি খাতা থাকে মালিকের কাছে, অন্যটি বিজিবির স্থানীয় ক্যাম্পে। গরু-মহিষের হিসাব ক্যাম্প কমান্ডার লিখে রাখেন তাঁর স্বাক্ষরসহ।