সেচের জন্য ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সংযোগ পাবেন কৃষকরা

চলমান আমন মৌসুমে প্রয়োজনীয় সেচ নিশ্চিতকরণের জন্য রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে। এছাড়া সেচের নতুন বিদ্যুৎ সংযোগ প্রয়োজন হলে ২৪ ঘণ্টার মধ্যে তা নিশ্চিত করবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড বলে জানিয়েছেন কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে সচিবালয়ে ‘আমন মৌসুমে প্রয়োজনীয় সেচ নিশ্চিতকরণে’ করণীয় বিষয়ক ভার্চ্যুয়াল সভা শেষে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধি, কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিএডিসির চেয়ারম্যান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক, ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক এবং মাঠ পর্যায়ের কর্মকর্তারা সংযুক্ত ছিলেন।

আরও পড়ুন:  নির্যাতিত নারীদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিয়েছিলেন বঙ্গবন্ধু : প্রধানমন্ত্রী

সভায় কৃষি সচিব সায়েদুল ইসলাম বলেন, এবার আমন আবাদের লক্ষ্যমাত্রা ৫৯ লাখ হেক্টর, যার মধ্যে ইতোমধ্যে ৪৭ লাখ হেক্টরে আবাদ হয়েছে। যা লক্ষ্যমাত্রার ৭০ শতাংশ ও সন্তোষজনক। বিশেষ করে রাজশাহী ও রংপুর বিভাগে লক্ষ্যমাত্রার ৯৮ শতাংশ অর্জিত হয়েছে। এ মাসের মধ্যে যাতে লক্ষ্যমাত্রার শতভাগ অর্জন করা যায় এবং রোপণের পর অন্তত ৩০ দিন যাতে সেচ নিশ্চিত করা যায়, সেলক্ষ্যেই আলোচনা হয়েছে। এ সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে পারলে আমনের ক্ষতি পোষাতে পারব। আমরা কৃষকের পাশে থেকে কাজ করে যাচ্ছি যাতে খাদ্য নিরাপত্তা অক্ষুণ্ন রাখতে পারি।

সভায় যেসব বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় সেগুলো হলো- রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করবে বিদ্যুৎ বিভাগ। সেচের প্রয়োজনে নতুন বিদ্যুৎ সংযোগ প্রয়োজন হলে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ২৪ ঘণ্টার মধ্যে তা নিশ্চিত করবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডসহ অন্যারাও এক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা দেবে।

আরও পড়ুন:  পদ্মা সেতু প্রকল্পের খরচ কমলো ১৮২৫ কোটি টাকা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *