ফের বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ৯ জেলে নিখোঁজ

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ফের ১৫ জেলেসহ এফবি নিশাত নামে একটি মাছধরা ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ৯ জেলে নিখোঁজ রয়েছেন। উদ্ধার করা হয়েছে ৪ জনকে।

মঙ্গলবার রাত একটার দিকে পায়রা বন্দরের শেষ বয়ার ১৪ কিলোমিটার গভীরে কুয়াকাটা বরাবর এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ জেলেরা হলেন ফরহাদ, সোহেল, ইয়াসিন, ইয়াকুব, আলকাছ, আমজাদ, শরীফ উদ্দিন, শরীফ ও জাফর। এদের সকলের ঠিকানা নোয়াখালীর হাতিয়া এলাকায়।

বিষয়টি নিশ্চিত করেছেন আলীপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা।

ডুবে যাওয়া ট্রলারের মাঝি শামীম জানান, মঙ্গলবার রাতে হঠাৎ ঢেউয়ের তোড়ে তাদের ট্রলারটি উল্টে যায়। এসময় অন্য একটি ট্রলার তাকেসহ ৪ জেলেকে উদ্ধার করে। পরে বুধবার দুপুরে সুন্দরবন এলাকায় আরও দুই জেলের সন্ধান পাওয়া গেছে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন:  সকল ধর্মের বিশ্বাসী নিয়ে দেশকে এগিয়ে নিতে চায়: প্রধানমন্ত্রী

উদ্ধারকৃত চার জেলেকে মহিপুর উপস্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।

পায়রা বন্দর কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার কামাল জানান, পায়রা বন্দর ও নিজামপুর কোস্টগার্ডের সদস্যরা ঝুঁকি নিয়ে নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে।

এর আগে সোমবার রাতে গভীর সমুদ্রের একই এলাকায় আরও দুটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে নিখোঁজ দুই জেলের সন্ধান এখনও মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *