ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল থেকে কুমিল্লা সেনানিবাস থেকে দাউদকান্দির গৌরীপুর পর্যন্ত এই যানজট বেঁধেছে।
জানা যায়, গতকাল বুধবার রাতে ইলিয়টগঞ্জে একটি লং ভেহিকেল উল্টে গেলে যান চলাচলে ধীরগতি হয়। বৃহস্পতিবার সকাল থেকে যানজট সৃষ্টি হতে থাকে। যানজটে আটকে থাকা বাস, অ্যাম্বুল্যান্স ও প্রাইভেট কারের যাত্রীকে ভীষণ ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, বুধবার রাত ১টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় একটি লং ভেহিকেল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার খবর শুনেছি। তখন থেকে যানজট শুরু হয়।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রেমধন মজুমদার বলেন, রাত ১টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কনটেইনার উল্টে যায়। ঢাকা অভিমুখের ওই ভেহিক্যালটির কারণে রাতে যানের জটলা লাগে। র্যাকার এবং ক্রেন দিয়ে দীর্ঘ সময়ের চেষ্টার পর সেই ভেহিক্যাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে সরানো হয়। তখন থেকে যানজটের শুরু হয়ে দীর্ঘ হতে থাকে।
কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড থেকে সকাল ৯টায় রওনা দিয়ে চান্দিনায় গিয়ে যানজটের কবলে পড়েন অমিত মজুমদার। তিনি বলেন দুই ঘণ্টা যাবত বসে আছি বাসে। দুই ঘণ্টায় মাত্র চান্দিনা আসছি। যে অবস্থা তাতে মনে হয় না বিকেলের মধ্যে ঢাকায় পৌছাতে পারবো।
হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মো. রহমত উল্লাহ বলেন, রাতে কন্টেইনারটি উল্টে যাওয়ায় র্যাকার দিয়ে সরানো সম্ভব হয়নি। ৫-৬ ঘণ্টার প্রচেষ্টায় ক্রেন নিয়ে পরে ওই কন্টেইনারটি সরানো হয়। তবে ক্রেনটি উল্টে যাওয়ায় ফোরলেন থেকে ২ লেন সড়ক ব্লক হয়ে গেলে আমরা ২ লেন দিয়ে ঢাকা এবং চট্টগ্রাম উভয়মুখী গাড়ি চলাচলের ব্যবস্থা করি। যানের জটলা নেই, তবে ধীরগতি আছে।