দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক ড. সালেহা কাদের। আজ বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারি ২০২৪ তার পক্ষ থেকে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
এই প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক। পারিবারিকভাবে আমরা আওয়ামী লীগের রাজনীতি করেছি। এই জন্য আমাকে ও আমার সাম্প্রদায়িক গোষ্ঠীর চক্ষুশূল হতে হয়েছে। দেশের একজন সুনাগরিক হিসেবে রাজনীতিতে আমারও কিছু ভূমিকা রাখার সুযোগ আছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নারীদের জন্য যে সমাজ রাষ্ট্র বিনির্মাণ করেছেন সেই দূরদর্শী চিন্তা থেকেই আমি সাহস সঞ্চয় করেছি। তাই আমি আশাবাদী তিনি আমাকে মূল্যায়ন করবেন। সরকারের উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ আজ বিশ্ব সভায় মুখ উজ্জ্বল করেছে। বাংলাদেশে ধারাবাহিক উন্নয়নের ফলে দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত হয়ে আমরা আজ স্মার্ট বাংলা যুগে প্রবেশ করেছি। কৃতিত্ব শুধুই বঙ্গবন্ধু কন্যার। আমি চাই এ ধারাবাহিকতা অব্যাহত থাকুক।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যার স্বপ্নের সঙ্গে যদি আমরা একটুখানি যোগ হতে পারি তাহলে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনের জন্য আমি কাজ করব এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে মনোনীত করেন অবশ্যই আমি সর্বোচ্চ দিয়ে কাজ করব। বর্তমানে রাজনীতিতে সুস্থ ধারার মানুষের বড্ড অভাব রয়েছে। বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের অবিকল্প সারথি। যদি তিনি আমাকে মূল্যায়ন করেন তাহলে রাজনীতিতে শিক্ষা সংস্কৃতিতে আমি অবদান রাখব।
উল্লেখ্য, ড. সালেহা কাদের একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক। তিনি রাজধানীর চেরী ব্লোসমস স্কুল অ্যান্ড কলেজ এর প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ হিসেবে নিয়োজিত আছেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ও সমৃদ্ধির একজন সক্রিয় কর্মী। তিনি গত সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থী হয়েছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার দির্ঘাপার ইউনিয়নে। বর্তমানে তিনি রাজধানীর মিরপুরে বসবাস করেন।
তিনি সন্দ্বীপে সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয় রয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদের ৪৮টি সংরক্ষিত মহিলা আসনের বিপরীতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ১৫৪৯টি। গত তিন দিনে আওয়ামী লীগ এসব মনোনয়ন ফরম বিক্রি করে। এতে দলটির আয় হয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা। এর আগে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, ভোট হবে আগামী ১৪ মার্চ। অবশ্য সংরক্ষিত নারী আসনে সাধারণত নিজেদের প্রাপ্য আসনগুলোয় একক প্রার্থী মনোনয়ন দেয় দল বা জোটগুলো। ফলে এখানে ভোটের প্রয়োজন হয় না।
ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র বাছাই হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।







