চাকসুতে চলছে ভোট গণনা, নিরাপত্তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (চাকসু) নির্বাচন শেষে চলছে ভোট গণনা। নিরাপত্তায় দুই প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) বিজিবি সদর দপ্তর থেকে জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চাকসু নির্বাচন শেষে ভোট গণনা চলছে; এলাকার নিরাপত্তা নিশ্চিতের জন্য দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৫ অক্টোবর)  সকাল সাড়ে ৯টায় শুরু হয় ভোটগ্রহণ।

শেষ হয় বিকেল সাড়ে ৪টায়। দিনভর বিভিন্ন অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে শেষ হয় ভোট গ্রহণ। যদিও ভোট সার্বিকভাবে ভোট গ্রহণ কার্যক্রম সুষ্ঠু হয়েছে বলে দাবি নির্বাচন কমিশনের।

নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ১৬ অঅধ্যাপক ড. মনির উদ্দিন জানান, ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে। সব মিলিয়ে ৬০ শতাংশের বেশি ভোট পড়েছে।

আরও পড়ুন:  মধ্যরাতে বিশ্বে জনসংখ্যা ৮০০ কোটি ছাড়াবে

এদিকে, ভোটগণনা শেষ করে বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে ভোটের ফলাফল ঘোষণা হবে।

এর আগে সকালে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও আইসিটি সেলের প্রধান অধ্যাপক সাইদুর রহমান ভোট গণনা সম্পূর্ণ শেষ করে ফলাফল প্রকাশ করতে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *