যুক্তরাজ্যে শিক্ষা সম্মেলনে যোগ দিয়েছেন ড. সালেহা কাদের

যুক্তরাজ্যের লিওনার্দো রয়্যাল হোটেল লন্ডন সিটিতে পিয়ারসন এডেক্সেল ইন্টারন্যাশনাল স্কুল লিডার্স কনফারেন্স ২০২৫- অংশ নিয়েছেন চেরী ব্লোসমস ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ও চেয়ারম্যান ড. সালেহা কাদের ও ভাইস চেয়ারম্যান আফসানা আমিন। 
ড. সালেহা কাদের একজন বরেণ্য শিক্ষাবিদ, সমাজসেবক ও মানব দরদী ব্যক্তিত্ব। তিনি বৃহত্তর মিরপুর সন্দ্বীপ সমাজ, ঢাকার সভাপতি। সন্দ্বীপ ফ্রেন্ডস সার্কেল অ্যাসোসিয়েশন এর প্রধান উপদেষ্টা ও আজীবন সদস্য। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাকেন্দ্রিক বহুমাত্রিক কাজের সঙ্গে তিনি সম্পৃক্ত রয়েছেন।
কাজের স্বীকৃতি স্বরূপ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। এছাড়া তিনি শিক্ষা,গবেষণা কাজে ৩০ টিরও বেশি দেশে ভ্রমণ করেছেন। সম্প্রতি তিনি পবিত্র হজব্রত পালন করেছেন।
ড. সালেহা কাদের এর বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার দীর্ঘপার ইউনিয়নে এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন। তিনি আজীবন মানুষের সেবায় নিয়োজিত থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *