জাতীয় পুরস্কার নিতে ‘কিং’-এর শুটিং রেখে দেশে ফিরছেন শাহরুখ

৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। গত ১ আগস্ট পুরস্কার ঘোষণায় শাহরুখের এমন প্রাপ্তিতে মেতে ছিল পুরো বলিউড।

বিজয়ীদের নাম ঘোষণার পর থেকেই অনুষ্ঠান কবে হবে তা নিয়ে ছিল জল্পনা। সব অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এলো দিনক্ষণ।

এদিকে পোলান্ডে নিজের আসন্ন সিনেমা ‘কিং’-এর শুটিং করছিলেন শাহরুখ খান। পুরস্কারের তারিখ ঠিক হওয়ায় শুটিং স্থগিত রেখে কিং খান দেশে ফিরছেন বলেই খবর।

বলিউড হাঙ্গামার তথ্য অনুযায়ী, ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এবং জুরি সদস্যদের সময়, তারিখ ও অনুষ্ঠানস্থল সম্পর্কিত তথ্য চিঠি ও আমন্ত্রণপত্রের মাধ্যমে জানানো হয়েছে।

আরও পড়ুন:  জাকের-শামীমকে ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার দিতে সুপারিশ বিশপের
প্রটোকল অনুযায়ী, আমন্ত্রিতরা বিমান টিকিট, আবাসন এবং দিল্লি বিমানবন্দর থেকে অনুষ্ঠানস্থলে আসা এবং সেখান থেকে ফেরার যাবতীয় সব সুবিধা পাবেন। যা চিঠিতে উল্লেখ রয়েছে।প্রসঙ্গত, অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন শাহরুখ খান। একই বিভাগে তাঁর সঙ্গে যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন ‘টুয়েলভথ ফেল’-এর বিক্রান্ত মাসে।

এ ছাড়া ‘মিসেস চট্টোপাধ্যায় ভার্সেস নরওয়ে’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন রানি মুখার্জি।প্রথা অনুযায়ী, ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *