পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ

পূবালী ব্যাংকে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ব্যাংকটির মতিঝিল শাখায় থাকা লকারটি জব্দ করা হয়েছে বলে সিআইসির মহাপরিচালক আহসান হাবীব জানিয়েছেন।

সিআইসির পক্ষ থেকে জানানো হয়েছে, শেখ হাসিনার নামে থাকা লকার নং-১২৮ দীর্ঘদিন ধরে অপ্রকাশিত ছিল। দুইটি চাবির একটি শেখ হাসিনার হেফাজতে রয়েছে বলে জানা গেছে।

লকারের মালিকানা, এর ভেতরের সম্পদ এবং সংশ্লিষ্ট আর্থিক লেনদেন সম্পর্কে বিস্তারিত তদন্ত চলছে।
সিআইসির একটি বিশেষ টিম উপস্থিত থেকে লকারটি জব্দ করে। তারা জানিয়েছে, পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করে লকারটি খোলার পদক্ষেপ নেওয়া হবে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে লকারের ভেতরের কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন:  ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি শুক্রবার, ২৫৬ কেন্দ্রে একযোগে হবে পরীক্ষা

সিআইসির মহাপরিচালক আহসান হাবীব বলেন, আমরা প্রাথমিকভাবে লকারের অস্তিত্ব শনাক্ত করেছি এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তা জব্দ করেছি। বিস্তারিত পরে গণমাধ্যমকে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *