এক সময়ের জনপ্রিয়তম তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশীদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। গত সপ্তাহে মেয়ের স্কুলের দারুণ রেজাল্ট সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে গর্ববোধ করেন মা মিথিলা।

আর এবার তো আইরা মায়ের সঙ্গে একেবারে পাল্লা দিয়ে অভিনয় করলেন পর্দায়! না, কোন নাটক-সিনেমায় নয়, মিথিলা ও তার আদরের কন্যাকে একসঙ্গে অভিনয় করতে দেখা গেলো একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে।

আইরা ছোটবেলা থেকেই বাবার সঙ্গে গান করেন। বাদ্যযন্ত্রও বাজাতে জানেন। সেই মুহূর্তগুলো তাহসান দু-একবার সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন। তখন থেকেই অনেকে ধারণা করেছিল মেয়ে হয়ত বড় হয়ে বাবার মতো জনপ্রিয় শিল্পী হবেন।

আইরা কখনো গানে নিয়মিত হবেন কি না তা সময়ই বলে দেবে। তবে তিনি যে মায়ের সঙ্গে মডেলিং করবেন এটা হয়তো কেউ আগে থেকে ভাবতে পারেনি। এই মা-মেয়ের পর্দা উপস্থিতি ভক্তদের জন্য এক প্রকার চমকই বলা যায়। সবচেয়ে বড় কথা- পর্দায় আইরার কনফিডেন্স, এক্সপ্রেশন এবং মায়ের সঙ্গে রসায়ন দারুণভাবে ফুটে উঠেছে। প্রথম কাজেই এতো সাবলিল উপস্থিতি দেখে এটুকু বলা যায়, শোবিজে এলে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে পারবেন আইরা।

আরও পড়ুন:  জরুরি সংস্কার শেষে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে : রিজওয়ানা

গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি। বিজ্ঞাপনেও তাদের দেখা গেছে মা-মেয়ের ভূমিকাতেই। প্রসাধনী পণ্যের বিজ্ঞাপনচিত্রটি বানিয়েছেন পিপলু আর খান।

নতুন এই বিজ্ঞাপনে যুক্ত হওয়ার প্রসঙ্গে গণমাধ্যমে মিথিলা বলেন, ‘আমার সঙ্গে যোগাযোগ করে জানানো হয়েছিল তারা মা এবং এক টিনএজ মেয়ের গল্পে বিজ্ঞাপনচিত্র বানাতে চায়। আমরা মা-মেয়ে যেহেতু বন্ধুর মতো, তাদের কনসেপ্টটা বাস্তবেও আমাদের সঙ্গে বেশ মিলে যায়। তাই কাজটি করা।’

মেয়ের প্রথম কাজ নিয়ে মিথিলা বলেন, ‘গল্পটা শোনার পর আমার ভালো লাগে। এটি বিজ্ঞাপনচিত্র হলেও এখানে অভিনয়টা রয়েছে। সেই অর্থে আইরার প্রথম অভিনয়। অডিশনে বেশ ভালো করেছিল আইরা। তবু শুটিংয়ের শুরুতে একটু নার্ভাস ছিল।’

শুটিং অভিজ্ঞতা জানিয়ে মিথিলা বলেন, ‘মেয়ের সঙ্গে প্রথম কাজ করলেও আমার জন্য বিষয়টা সহজ ছিল। তবে আইরার অনেক কষ্ট হয়েছে। ওর তো কখনো সারাদিন শুটিং করার অভিজ্ঞতা নেই। তাই আইরার জন্য বিষয়টা সহজ ছিল না। আমি ছিলাম সঙ্গে, টিমের সদস্যরাও ভীষণ সাপোর্টিভ ছিল। সব মিলিয়ে আইরা ভালোভাবে কাজটি করতে পেরেছে।’

আরও পড়ুন:  রিমান্ড শেষে কারাগারে ব্যারিস্টার সুমন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *