মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযান

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক কারবারি ধরতে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী।

সোমবার (১১ আগস্ট) রাত ৮টার পর অভিযান শুরু করে তারা।

এদিন মাদক কারবারে আধিপত্য নিয়ে দুই গ্রুপ ভোর রাত থেকে সকাল পর্যন্ত ক্যাম্পের ৭ নম্বর গলিতে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল ছুড়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রবিবার (১০ আগস্ট) দুপুরে ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এতে এক নারী আহত হন। রাতেই ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এরপর দুই পক্ষের আধিপত্য বিস্তারের সূত্র ধরেই সংঘর্ষের শুরু। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে।
সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, ক্যাম্পের ঘটনার দিকে নজর রাখছেন তারা। বেশ কিছু সিসি ক্যামেরার ফুটেজ দেখে পর্যবেক্ষণ করা হচ্ছে।

আরও পড়ুন:  সাংবাদিকদের জন্য শেখ হাসিনার সহায়তা নজিরবিহীন : তথ্যমন্ত্রী

এর আগে অভিযানে অপরাধীরা গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে আবারও এই এলাকায় নিয়ন্ত্রণ নিয়ে মাদক কারবার পরিচালনার জন্যই এ ধরনের ঘটনা ঘটছে বলে জানান ওই সেনা কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *