আপনারা মন খুলে আমাদের সমালোচনা করেন: ড. ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ তার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সংবাদমাধ্যম ও মতপ্রকাশের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে এবং সাংবাদিকদের উন্মুক্তভাবে সমালোচনা করার জন্য উৎসাহিত করা হয়েছে। তিনি জানান, সরকার সবার মতামতকে সম্মান করে এবং সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করবে।

ড. ইউনূস আরও বলেন যে, মিডিয়ার কার্যক্রম নির্বিঘ্ন রাখতে একটি মিডিয়া কমিশন গঠনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। এ কমিশন সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করতে ভূমিকা রাখবে।

ভাষণে প্রধান উপদেষ্টা জানান রাষ্ট্র সংস্কারের উদ্দেশে ছয়টি কমিশন গঠন করা হয়েছে। দেশের ছয় বিশিষ্ট নাগরিককে এসব কমিশনের প্রধান করা হয়েছে।

আরও পড়ুন:  যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন এরদোগান

ড. মুহাম্মদ ইউনূস বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ড. বদিউল আলম মজুমদার, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন সরফরাজ চৌধুরী, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ড. ইফতেখারুজ্জামান, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আবদুল মুয়ীদ চৌধুরী, সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. শাহদীন মালিক দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, এসব কমিশনের অন্য সদস্যদের নাম কমিশন প্রধানদের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে। কমিশনগুলোর আলোচনা ও পরামর্শসভায় উপদেষ্টা পরিষদের সদস্য, ছাত্র, শ্রমিক, জনতা আন্দোলনের প্রতিনিধি, নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

আরও পড়ুন:  রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমছে না, জনপ্রতি বরাদ্দ ১২ ডলার

 

…….ডিডিজে নিউজ/এম এফ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *