নিউইয়র্কে আমেরিকান কারি এওয়ার্ডের অনুষ্ঠান ১০ নভেম্বর

নিউ ইয়র্কের কুইন্সে ২০২৪ সালের ১০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম আমেরিকান কারি অ্যাওয়ার্ড। এই মেগা ইভেন্টটির পেছনে আছেন দু’জন খ্যাতিমান ব্যক্তি: বৃটিশ কারি অ্যাওয়ার্ড বিজয়ী মাস্টার শেফ খলিলুর রহমান এবং এনামুল হক এনাম

মাস্টার শেফ খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের রন্ধন শিল্পে একজন অত্যন্ত সুপরিচিত ব্যক্তি। তিনি তার প্রতিষ্ঠান খলিল বিরিয়ানি হাউজের মাধ্যমে অনেক সুনাম অর্জন করেছেন এবং যুক্তরাষ্ট্রের অন্যতম সম্মানজনক পুরস্কার ‘প্রেসিডেন্সিয়াল লাইফ টাইম এওয়ার্ড’ লাভ করেছেন।

অন্যদিকে, এনামুল হক এনাম বিভিন্ন উল্লেখযোগ্য আয়োজনের মূল নেপথ্য কারিগর হিসেবে পরিচিত। তিনি বিজনেস আমেরিকা ম্যাগাজিন এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় বিজনেস ম্যাগাজিন অর্থকন্ঠের প্রতিষ্ঠাতা। প্রবাসী বাংলাদেশিদের নিয়ে তিনি গুরুত্বপূর্ণ অনেক উদ্যোগের প্রধান আয়োজক।

আরও পড়ুন:  গ্রামে নয়, গুলশান-বনানীতে লোডশেডিং দিন: প্রধানমন্ত্রী

এমন দুজন প্রথিতযশা ব্যক্তির প্রচেষ্টায় এই আমেরিকান কারি অ্যাওয়ার্ড হতে যাচ্ছে অত্যন্ত সফল এবং সার্থক একটি আয়োজন। এতে বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান ও জনপ্রিয় শেফরা অংশ নেবেন, যা এই ইভেন্টকে আরো আকর্ষণীয় করে তুলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *