মে মাসে রেমিট্যান্স এসেছে ২৯৭ কোটি ডলার

ঈদের আগের মে মাসে ২৯৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। এ নিয়ে চলতি অর্থবছরের মে পর্যন্ত গত ১১ মাসে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা ২ হাজার ৭৫১ কোটি ডলার দেশে পাঠিয়েছেন।বাংলাদেশ ব্যাংকের তথ্য বিবরণী থেকে জানা যায়, মে মাসে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ২৯৭ কোটি বা ২.৯৭ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ৩৬ হাজার ২৩৪ কোটি টাকা।

প্রতিদিন গড়ে আসছে ৯ কোটি ৫৮ লাখ ডলার বা ১১৬৯ কোটি টাকা।এটি দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। এর আগে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত এপ্রিল মাসে, সে রেকর্ড ভেঙে দিল সদ্য বিদায়ী মে মাস। দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্সে এসেছিল গত মার্চ মাসে ৩.২৯ বিলিয়ন ডলার।
মে মাসের রেমিট্যান্স আগের বছরের একই মাসের তুলনায় প্রায় ৩২ শতাংশ বেশি। আর একক মাস হিসেবে এযাবৎকালের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এখন পর্যন্ত কোনো এক মাসে সর্বোচ্চ ৩৩০ কোটি ডলার রেমিট্যান্স এসেছে গত ঈদের আগের মাস মার্চে।রেমিট্যান্স বৃদ্ধির কারণ হিসেবে সংশ্লিষ্টরা জানান, অর্থপাচার কমে যাওয়ায় হুন্ডি ব্যাপকভাবে কমেছে।

আরও পড়ুন:  বিদায় বেলায় আবেগাপ্লুত খালেদা জিয়া
ফলে ব্যাংকিং চ্যানেলে প্রবাস আয় ব্যাপক বাড়ছে।সব মিলিয়ে চলতি অর্থবছরের মে পর্যন্ত ১১ মাসে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা মোট ২ হাজার ৭৫১ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ২ হাজার ১৩৭ কোটি ডলার। এর মানে ১১ মাসে বেশি এসেছে ৬১৩ কোটি ডলার বা ২৮.৭ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *