চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী লরেটা জেন সুইট

হলিউডের কিংবদন্তি অভিনেত্রী লরেটা জেন সুইট প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। টেলিভিশন সিরিজ ‘এম এ এস এইচ’-এর মেজর মার্গারেট হুলিহান চরিত্রে অভিনয় করে তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত অসুস্থতাজনিত কারণে তিনি প্রয়াত হন।

অভিনেত্রীর প্রতিনিধি হারলান বোল জানান, দুপুর ১২টার দিকে তিনি মারা যান। ধারণা করা হচ্ছে, তার মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে।

লরেটা জেন সুইটের জন্ম আমেরিকার নিউ জার্সিতে। তবে তিনি নিউইয়র্ক সিটিতে গান ও অভিনয়ে প্রশিক্ষণ নেন।

টেলিভিশন ক্যারিয়ার শুরু করেন ১৯৬৯ সালে। বিভিন্ন টিভি শোতে অতিথি চরিত্রে কাজের মাধ্যমে অভিনয় যাত্রা শুরু। তবে তার ক্যারিয়ারে বিশাল অর্জন আসে ‘এম এ এস এইচ’ থেকে। এতে অভিনয়ে সুবাদে ছয় বার এমি পুরস্কার মনোনীত হন সুইট।
এরমধ্যে ১৯৮০ সালে এবং ১৯৮২ সালে দুইবার এ্যামি পুরস্কার জিতেছিলেন। এই সিরিজে দীর্ঘসময় অভিনয়শিল্পীদের মধ্যে সুইট অন্যতম।ব্যক্তি জীবনে ১৯৮৩ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত অভিনেতা ডেনিস হোলাহান-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন লরেটা জেন সুইট। অভিনয়ের পাশাপাশি পশু সুরক্ষার লক্ষ্যে ‘সুইটহার্ট অ্যানিমেল অ্যালায়েন্স’ নামে একটি সংস্থাও গড়ে তোলেন। পশু সুরক্ষা কাজে অবদানের জন্য অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।

আরও পড়ুন:  মাসজুড়েই বাড়বে দিন ও রাতের তাপমাত্রা
বর্ণাঢ্য অভিনয় জীবনে ‘এম এ এস এইচ’ ছাড়াও অভিনয় করেছেন ‘দি বেস্ট ক্রিসমাস প্রেজেন্ট এভার’, ‘দি এক্সিকিউশন’-এর মতো টিভি চলচ্চিত্রে। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে উল্লেখযোগ্য হলো ‘বিয়ার’ এবং ‘ফরেস্ট অরিওর’। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *