সেনাপ্রধানের বক্তব্য নিয়ে যা বললেন উপদেষ্টা সাখাওয়াত

দেশ ও জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার বিষয়ে সবাইকে সতর্ক করে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান কোনো কথা না বুঝে বলেননি বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, ‘সেনাপ্রধান আমার জন্য অনেক উঁচু স্তরের লোক, তিনি একটি বাহিনী চালাচ্ছেন। তিনি কোনো কথা না বুঝে বলেননি।’

আজ বৃহস্পতিবার ইন্ডাস্ট্রিয়াল পার্কে বেক্সিমকো লিমিটেডের শিল্পপ্রতিষ্ঠানগুলো নিয়ে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।

সেনাপ্রধানের বক্তব্য সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘আমি যতটা ওনাকে চিনি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যান। যা বলার মানুষের মুখের ওপর বলার মতো লোক। সো আই হ্যাভ এ লট অব রেসপেক্ট ফর হিম। উনি কী বলেছেন না বলেছেন সে ব্যাখ্যা আমি দিতে পারব না।

আরও পড়ুন:  যুদ্ধ বন্ধে পুতিন-ট্রাম্পের ফোনালাপ চলছে
সেটা উনিই দিতে পারবেন।’গত ২৫ ফেব্রুয়ারি ‘সেনা শহীদ দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সবাইকে সতর্ক করেন। ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি, মারামারি, কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে মন্তব্য করেন সেনাপ্রধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *