ঢাবির সলিমুল্লাহ হলে ২০ বছর মাইকে আজান হয়নি কেন, জানা গেল ?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে দীর্ঘ ২০ বছর পর গতকাল বুধবার মাইকে আজান দেওয়া হয়েছে। মাইকে আজান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে অনেকে লেখেন, ঘুমের সমস্যা হতো বলে ১৫ বছর আগে মাইকে আজান দেওয়া বন্ধ করে দেন ছাত্রলীগ নেতারা।

তবে এ হলের মসজিদের সিনিয়র ইমাম ও খতিব মাওলানা আবুল কালাম আজাদ নাঈম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ছাত্রলীগের কারণে আজান দেওয়া বন্ধ ছিল- এমন দাবি সত্য নয়।

আবুল কালাম আজাদ নাঈম বলেন, ‘এসএম হলে আমার ইমামতির বয়স ২৫ বছরের বেশি। ২০০২ সালের দিকে একজন হাউজ টিউটরের উদ্যোগে মাইক লাগানো হয়েছিল। কিছুদিন সেটা চলমান ছিল। তবে মুয়াজ্জিন না থাকায় একার পক্ষে সবকিছু পরিচালনা করাও কঠিন ছিল। শিক্ষার্থীরাই অধিকাংশ সময় আজান দিতো।’

আরও পড়ুন:  রাজধানীতে বজ্রসহ শিলা-বৃষ্টি

তিনি বলেন, ‘কিছুদিন পরে মাইক নষ্ট হলে সেটা ঠিক করার উদ্যোগ নেওয়া হয়নি। এরপর থেকে ছোট সাউন্ড বক্সেই আজান দেওয়া হয়। কিছুদিন আগে শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে অন্যান্য কাজের সঙ্গে মাইকের ব্যবস্থা করে হল প্রশাসন।’

ছাত্রলীগের বাধায় মাইকে আজান বন্ধ হয়েছিল কি না, জানতে চাইলে আবুল কালাম আজাদ নাঈম বলেন, ‘না, এটা সত্য নয়। ছাত্রলীগের নেতারা আজান দেওয়া নিয়ে আমাদের ওপর কখনো হস্তক্ষেপ করেনি। এটা মানুষ না জেনে বিভ্রান্তি ছড়াচ্ছে।’

 

…….ডিডিজে নিউজ/এম এফ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *