শাজাহান খানের ৭ দিনের রিমান্ড ২ দিনেই শেষ

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে গুলিতে আব্দুল মোতালিব হত্যার ঘটনায় দায়ের করা মামলায় রিমান্ডে থাকা সাবেক মন্ত্রী শাজাহান খান অসুস্থ হয়ে পড়েছেন। ফলে সাত দিনের রিমান্ডের মেয়াদ থাকলেও আজ রোববার তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. খোকন মিয়া।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার সেই আবেদনের পরিপ্রেক্ষিতে শাজাহান খানকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে, গত শুক্রবার মামলার তদন্তকারী কর্মকর্তা তার ১০ দিনের রিমান্ডের আবেদন করেন, কিন্তু শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

গত ৫ সেপ্টেম্বর দিনগত রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শাজাহান খানকে গ্রেপ্তার করা হয় বলে বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।

আরও পড়ুন:  প্রস্তাবিত সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম বাতিল

উল্লেখ্য, শাজাহান খান মাদারীপুর-২ আসন থেকে টানা আটবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি। শাজাহান খান ১৯৮৬ সালে প্রথমবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর-২ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।

 

…….ডিডিজে নিউজ/এম এফ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *