রেকর্ড গড়ে স্বর্ণ জিতলেন ম্যাককিওন

অলিম্পিক রেকর্ড গড়ে স্বর্ণ জিতলেন কাইলি ম্যাককিওন। এবার ২০০ মিটার ব্যাকস্ট্রোকে কীর্তি গড়লেন অস্ট্রেলিয়ার এই নারী সাঁতারু

আজ শনিবার প্যারিসের লা দিফঁসা অ্যারেনায় মিসি ফ্র্যাঙ্কলিনের রেকর্ড ভেঙে মেয়েদের ২০০ মিটার ব্যাকস্ট্রোকে দুই মিনিট ৩ দশমিক ৭৩ সেকেন্ড সময় নিয়ে ম্যাককিওন। এর আগে যুক্তরাষ্ট্রের সাঁতারু মিসি ২০১২ লন্ডন অলিম্পিকে ২ মিনিট ০৪ দশমিক ০৬ সেকেন্ড সময় নিয়ে আগের রেকর্ডটি গড়েছিলেন।

ম্যাককিওন অবশ্য নিজের গড়া বিশ্ব রেকর্ড ভাঙতে পারেননি। তিনি ২০২৩ সালে সিডনিতে ২ মিনিট ০৩ দশমিক ১৪ সেকেন্ড নিয়ে রেকর্ডটি গড়েছিলেন।

এদিকে ম্যাককিওন চলতি আসরে এ নিয়ে দ্বিতীয় সোনার পদকে চুমু আঁকলেন। এর আগে ১০০ মিটার ব্যাকস্ট্রোকেও বাজিমাত করেছিলেন ২৩ বছর বয়সী এই সাঁতারু। এই ইভেন্টে যুক্তরাষ্ট্রের রেগ্যান স্মিথ (২ মিনিট ০৪ দশমিক ২৬ সেকেন্ড) রুপা ও কানাডার কাইল মেসে (২ মিনিট ০৫ দশমিক ৫৭ সেকেন্ড) পেয়েছেন ব্রোঞ্জ।

আরও পড়ুন:  দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নেই: মির্জা আব্বাস

 

….ডিডিজে নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *