আফতাবনগর-বনশ্রীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীর আফতাবনগর ও বনশ্রীতে বিক্ষোভ সমাবেশ করছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। আজ শনিবার, ৩ আগস্ট, বেলা ১১টার দিকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে জড়ো হন তারা।

সাড়ে ১১টা থেকে শিক্ষার্থীরা অবস্থান শুরু করেন এবং ১১টা ৫০ মিনিটে আনুষ্ঠানিকভাবে বিক্ষোভ শুরু করেন। এ সময় তিন শতাধিক শিক্ষার্থী ৯ দফা দাবি আদায়ের জন্য স্লোগান দিতে থাকেন। তারা জানিয়েছেন, নয় দফা আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। শিক্ষার্থীরা দাবি করেন, দেশজুড়ে তাদের ভাই-বোনদের হত্যা করা হয়েছে এবং সাধারণ মানুষকেও হত্যা করা হয়েছে। তারা এসব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

সারা দেশে আজ শনিবার বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ফেসবুক লাইভে এই কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল হান্নান। একইসঙ্গে আগামীকাল রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেন তারা।

আরও পড়ুন:  বাংলাদেশে সহিংসতায় ৩২ শিশু নিহত: ইউনিসেফ

 

…….ডিডিজে নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *