বৃষ্টির মধ্যে শহীদ মিনারে চিকিৎসকদের সমাবেশ

শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সমর্থন জানিয়ে আজ শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করেছেন মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও চিকিৎসকরা। বৃষ্টি উপেক্ষা করে তারা এই সমাবেশে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, ‘শান্তিপূর্ণ আন্দোলন দমাতে সরকার নোংরা খেলায় মেতেছে। সেনা-পুলিশ-বিজিবি দিয়ে নিরীহ মানুষ হত্যা করে এই আন্দোলন থামানো যাবে না। অন্যায়-অবিচারকে কীভাবে রুখতে হয় ছাত্রসমাজ তা দেখিয়ে দিয়েছে।’

তারা ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি ছোঁড়ার তীব্র নিন্দা জানান। একজন শিক্ষার্থী বলেন, ‘একটি শান্তিপূর্ণ আন্দোলনকে রণক্ষেত্রে পরিণত করা হয়েছে।’

অপর এক ছাত্র বলেন, ‘শুরুতে এটি কোটা সংস্কারের আন্দোলন ছিল, বর্তমানে এটি রাষ্ট্র সংস্কারের আন্দোলন।’ সমাবেশ শেষে শহীদ মিনার থেকে একটি মিছিল বের করেন তারা। মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের সামনে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন:  ফের রিজার্ভ ছাড়াল ৩১ বিলিয়ন ডলার

….ডিডিজে নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *