তিনদিনের কর্মসূচি পালন করছে রাবিপ্রবি কর্মচারী কল্যাণ সমিতি

সার্বজনীন পেনশন বাতিল, অভিন্ন আপগ্রেডেশন নীতিমালা প্রতিহত ও নবম পে-স্কেল প্রদানের দাবিতে তিনদিনের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন পালন করেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) কর্মচারীরা। আজ পহেলা জুলাই প্রথম দিন থেকে আগামী তেশরা জুলাই এই কর্মসূচির ডাক দিয়েছে রাবিপ্রবি কর্মচারী কল্যাণ সমিতি।

এর আগে গত ২৬ জুন কর্মচারী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বর্ণা চাকমা, সাধারণ সম্পাদক মো:রফিকুল ইসলামের (রনি) সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। তারই ধারাবাহিকতায় আজ প্রথম দিনের কর্মসূচি পালন করেছে কর্মচারী কল্যাণ সমিতি।

এই বিষয়ে কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো:রফিকুল ইসলামের (রনি) বলেন” আন্তঃবিশ্ববিদ্যালয়ের ফেডারেশনের আহ্বানে সাড়া দিয়ে আমরা কর্মসূচি পালন করছি। ফেডারেশনের দিক নির্দেশনা মতোই আমরা এগিয়ে যাবো”।

আরও পড়ুন:  ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের এমডি

এর আগেও গত ২০ মে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছিলো রাবিপ্রবি কর্মচারী কল্যাণ সমিতি।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *